আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে করোনা ভাইরাস অমিক্রন প্রতিরোধে কর্মশালা

 

কিশোরগঞ্জ প্রতিধি :  দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) সকাল সাড়ে দশটায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পলক কুমার দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উবায়দুল হক, সিনিয়র নার্সিং কর্মকর্তা উজ্জ্বল মিয়া প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্প্রতি, সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুগোপযোগী এই কর্মশালা। আমরা দেখেছি ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা। আমরা আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এজন্য প্রয়োজন একমাত্র সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। এর পাশাপাশি এখন ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সহ জনসাধারণকে সচেতন করা এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।
বিগত দিনে আমরা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্স সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ