কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কয়েক শতাধিক ব্যক্তি পেলো ফ্রি চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার সেবা। শুক্রবার দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আঙ্গিনায় এ সেবা প্রদান করা হয়। যুব কল্যাণ সংস্থা ্#৩৯;যুব উন্নয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সামাজিক কল্যাণমূলক সংস্থা মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠার্গার এর আয়োজনে এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন
করেন মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। প্রধান অতিথি ছিলেন,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভিপি সাইফুল মালেক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো: মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের
কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো: রুহুল আমীন, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দীন ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: আশরাফ আলী সোহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী
মহিনন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান গাজী, বাংলাদেশ লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট এর সভাপতি লিও মো. ফরহাদ আহামেদ। মেডিকেল ক্যম্পের আমন্ত্রিত অতিথি চিকিৎসক ছিলেন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ ন‚রুন্নাহার আফরিন,
ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: ফজলে এলাহী , এ্যাপোলো হেলথ কেয়ারের চেয়ারম্যান ফিজিওথেরাপিস্ট
মো: সেলিম জাবেদ ও স্বাস্থ্য সহকারীগণ।
এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক সাদী। বক্তব্য রাখেন দৈনিক
দিনকালের জেলা প্রতিনিধি এজে আবু সালেহ মো: বাবুল, দৈনিক সিটিজেন টাইমস প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, স্থানীয় ইউপি সদস্য মো: কামাল উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহসভাপতি এনামুল হক বাবুল, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মো: রিয়াদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মাহবুব আলম, সুমন মিয়া প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা নিতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পা হারানো শিক্ষার্থী জুনায়েদ আহমেদের পিতা হাবিবুর রহমান বলেন, আমাদের
গ্রামে এমন আয়োজন এটিই প্রথম। এর উদ্যোক্তাদেরকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সেবা গ্রহীতা হেলাল মিয়া বলেন,স্যারদের পরামর্শ ও সেবা প্রতি মাসে অব্যাহত থাকলে গ্রামের মানুষ অনেক উপকার পাবে। আর এই উপকার হবে সদকায়ে জারিয়ার মতো। এর সাথে যারা জড়িত সকলকেই জানাই অভিনন্দন। হোসেনপুর থেকে আসা মিলন মিয়া বলেন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের পাশ দিয়ে যাচ্ছিলাম। এতো মানুষের জঠলা দেখে এগিয়ে আসতেই পাঠাগারের প্রতিষ্ঠাতা সাদী ভাই বললো ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। তাই আমিও সেবা নিয়ে উপকার পেলাম। এ্যাপোলো হেলথ কেয়ারের চেয়ারম্যান ফিজিওথেরাপিস্ট মো: সেলিম জাবেদ বলেন, যুব সংগঠক সাদী ভাই কিছুদিন আগে বললেন আমাদের গ্রামের মানুষের কল্যাণে রুগী দেখার আয়োজন করবেন আমিও সহমত পোষন করে চিকিৎসকগণ ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে ছুটে এসেছি। গ্রামবাসীর চাহিদানুযায়ী এ সেবা প্রতি মাসে অব্যাহত থাকবে। পরে মহিনন্দ ইউনিয়নের কয়েক শতাধিক ব্যক্তিকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় সংগঠন সমূহের দায়িত্বশীলগণ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।