আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে আইনজীবীদের সাথে জামায়াতের সমাবেশ 

কিশোরগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত পেশাজীবী সপ্তাহ উপলক্ষে আইনজীবীদের নিয়ে কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুল হক। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি শামছুল আলম সেলিম, জেলা আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, শহর আমীর মাও আ ম ম আব্দুল হক, শহর পেশাজীবী পরিষদের সেক্রেটারি মো আজহারুল ইসলাম, অ্যাডভোকেট মো আইয়ুব আলী, অ্যাডভোকেট মো আল আমিন প্রমূখ।

সমাবেশে গণ্যমান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ