আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
বুধবার (৩০ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।
তারা আরো বলেন, কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সব শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে তাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সদস্য কাওছার আহমেদ রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহম্মেদ দাদাভাই, মাহবুবুর রহমান রিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন মেনন, কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদস্য ঝুমা আক্তার, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারাজ উদ্দিন মহসিন, সহ-শিক্ষা সচিব আল আমিন, ভৈরব ইউনিটের মাসুম বিল্লাহ প্রমূখ।
পরে জেলার নেতৃবৃন্দ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলীকে সঙ্গে নিয়ে, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে জেলার ১৩ টি উপজেলার নেতৃবৃন্দ সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ