-
- কিশোরগঞ্জ
- কিশোরগঞ্জে সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে উকিল নোটিশ
- Update Time : আগস্ট, ৩, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
- 54 View

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের সাবেক সফল ইউপি মেম্বার রেখা আক্তারের বিরুদ্ধে গত ২৮-০৭-২০২৫ ইং তারিখে বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উত্তর মোল্লাপাড়া গ্রামের ফুরকানের বাসায় মর্তুজ আলী গং কর্তৃক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে উকিল নোটিশ পাঠানো হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে রেখা আক্তারকে আওয়ামী লীগ নেত্রী ট্যাগ দিয়ে তাঁর পরিবারের বিরুদ্ধে মারধরের মিথ্যা, কাল্পনিক , মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দেওয়া হয়েছে। মূলত গত ঈদুল আজহার আগে উক্ত মহিলা মেম্বারের ছেলে-মেয়েকে প্রতিপক্ষের ইন্ধনে শারীরিকভাবে লাঞ্ছিত করে মর্তুজ আলী ও তার ছেলে সামাদ উল্লাহ। খোঁজ নিয়ে জানা যায়, উক্ত মহিলা মেম্বার কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তাই, আওয়ামী লীগ নেত্রী হওয়ার প্রশ্নই উঠে না। মূলত অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সেখানে আওয়ামী লীগ নেত্রী ট্যাগ দেওয়া হয়েছে । সাবেক সফল ইউপি মেম্বার রেখা আক্তারের নির্বাচনী প্রতিপক্ষ মমতাজ বেগমের (পরাজিত প্রার্থী) উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যা ভিডিও ফুটেজে দৃশ্যমান। তাছাড়া, সেখানে মর্তুজ আলীকে অনেকটা সময় চোখ বন্ধ করে বলতেও দেখা গেছে যা জনমনে সন্দেহ সৃষ্টি করে। সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এ প্রতিনিধিকে জানান, মর্তুজ আলীর সংবাদ সম্মেলন একটি গভীর ষড়যন্ত্র! উক্ত মহিলা মেম্বারের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস এটি। উল্লেখিত নির্বাচনী প্রতিপক্ষ মর্তুজ আলীর পরিবারের উপর ভর করে ফায়দা নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এই মিথ্যা, কাল্পনিক, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে গত ৩০-০৭-২০২৫ ইং তারিখে এডভোকেট আরিফুর রহমান সোহাগ কর্তৃক স্বাক্ষরিত উকিল নোটিশ রেজিষ্ট্রিযোগে মর্তুজ আলীর ঠিকানায় পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মর্তুজ আলীর সাথে মোবাইলে (০১৭৪৮২১৩৫৮২) কথা বললে তিনি জানান, “সাবেক ইউপি মেম্বার রেখা আক্তার আওয়ামী লীগ করে কিনা তা আমার জানা নেই।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ