স্টাফ রিপোর্টার : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে, পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়েছে। কিশোরগঞ্জ প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজনে সকাল ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ী বিজয় চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি মাসুদ ইকবাল।
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মাজহারুল ইসলাম, জেলা জামায়েতের আমীর অধ্যাপক মো: রমজান আলী, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারওয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, প্রেস ক্লাবের সদস্য আমিনুল হক সাদী, কাওসার আহমেদ টিটু,
সকালের সময় জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল আই টিভির জেলা প্রতিনিধি এস কে রাসেল, একন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজ উদ্দিন সুমন, আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, আমার বার্তার জেলা প্রতিনিধি আবুল কাশেম, সাউথ এশিয়ান টাইমসের জেলা সংবাদদাতা মো. মনির হোসেন, ভোরের কাগজ জেলা প্রতিনিধি হারিস আহমেদ সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, পাশাপাশি সকল ধরণের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।