মোঃ আলমগীর হোসেন, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিকে রোগী আসে, অন্যদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এসে ভিড় জমায়। চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের সিরিয়ালের পাশেই তারা জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। নিজেদের কাজের প্রয়োজনে হাসপাতালের নিয়ম তোয়াক্কা করে প্রেসক্রিপশন দেখতে চেয়ে রোগীদের নিয়মিত বিরক্ত করেন।
সরেজমিনে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, সেখানে রোগীদের চারপাশে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ছড়াছড়ি। হাসপাতালের বহির্বিভাগে সামনে রোগীদের নির্ধারিত বসার স্থানে তাদের আড্ডা চলে। রোগীরা ডাক্তারের কক্ষ থেকে বের হতেই সাত-আট জন তাদের ওপর হুমড়ি খেয়ে পড়েন।
রোগীদের প্রেসক্রিপশনে ওষুধের বিবরণ জানতে, প্রেসক্রিপশনের ছবি তুলতে রোগীদের প্রচণ্ড বিরক্ত করেন তারা। রোগীদের রোগের বিবরণ জেনে চিকিৎসকদের নিজেদের কোম্পানির ওষুধ দেওয়ার সুপারিশ করেন তারা। সরকারি হাসপাতালে রোগী দেখার সময় তারা গিয়ে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানিয়েছেন, আমরা একাধিকবার চিঠি দিয়েছি যাতে দুপুর ১২টার আগে হাসপাতালের ভেতরে প্রবেশ না করা হয়। তবুও কিছু প্রতিনিধিরা নিয়ম মানছে না। বিষয়টি সমাধানে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কঠোর নজরদারি চালাবো।”