কিশোরগঞ্জ প্রতিনিধি:শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ, বই উপহার ও মতবিনিময় করলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী।
প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কিশোরগঞ্জ জেলার যুব কার্যক্রম নিয়ে লিখিত আমিনুল হক সাদী একজন সফল যুব সংগঠক ও জেলার গ্রন্থাগারগুলো নিয়ে লিখা পাঠাগার নামে দুটি বই উপহার প্রদান করেন এবং বিস্তারিত আলোকপাত করেছেন।
আমিনুল হক সাদী বলেন,আজকের দিনটি আমার জন্য ছিল সত্যিই স্মরণীয়। বাংলাদেশ সরকারের যু্ব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চুক্তিমোতাবেক “বাংলাদেশ-শ্রীলংকা যুব বিনিময় কর্মসূচি ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে শ্রীলংকা থেকে আগত ২০ জন যুব প্রতিনিধি বাংলাদেশে উপস্থিত হয়েছেন। গত কয়েক দিন যাবত তারা বাংলাদেশে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্থান পরদর্শন করছেন। এরই আলোকে আজ কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে আসেন প্রতিনিধিদল। এসময় তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, সহকারী পরিচালক আতাহার আলী,ডেপুটি কোর্ডিনেটর মুহাম্মদ রুকুন উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো নজরুল ইসলাম মিয়া, জাতীয় যুব পদকপ্রাপ্ত সজিব,কাইডস এর নির্বাহী পরিচালক সারওয়ার আহমেদ, কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়শনের সাধারণ সম্পাদক লিও ফরহাদ আহমেদ,কোষাধ্যক্ষ আরিফ উল্লাহ আরিফসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ককর্মকর্তা কর্মচারী, যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার যুব প্রতিনিধিদলের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার জেলা যুবসেবা কর্মকর্তা
আর.এম.আর. রাজাপক্ষ, যুবসেবা কর্মকর্তা শ্রীমতি এস.এ. আতাহিলা দানুষ্কি সমরসিংহে, HOPE’87
বাংলাদেশ প্রতিনিধি মোঃ রেজাউল করিম বাবু প্রমুখ।
পরে প্রতিনিধিদল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হয়। এতে আলোচনায় উঠে আসে শ্রীলংকার যুব সংসদ কিভাবে সরকারের সাথে কাজ করছে, তাদের দেশের যুবরা নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় কেমনভাবে যুক্ত থাকে। তাদের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে অবগত হওয়া গেছে। এই বিনিময় কর্মসূচির মাধ্যমে এক দেশের যুবরা অন্য দেশের সমাজ, সংস্কৃতি ও নেতৃত্ব ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। সবচেয়ে বড় কথা, এমন আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ভ্রাতৃত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে।