কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি (Stand Release) দেওয়া হবে বলে গণ্য হবে।
ডা. সাইফুল ইসলাম ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০২২ সালের ১৩ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২ মার্চ আরেক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এদিকে, একই প্রজ্ঞাপনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক উপপরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে বদলি করা হয়েছে।