
কিশোরগঞ্জ প্রতিনিধি : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সহকারী পরিচালক (বিআরটিএ) মো. কামরুজ্জামান, জেলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মু আ লতিফ,
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি এড. মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মনিরুজ্জামান, চেম্বার অব কমার্সের সহ সভাপতি শামছুল ইসলাম শামীম, নিসচা’র সহসভাপতি আবদুল হালিম তালুকদার, কোষাধ্যক্ষ ইঞ্জিয়ার কামরুল হাসান বাদল,শামীমা বেগম রিমা
বক্তব্য রাখেন।
এ সময় নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম জিএম আরজু, সাবেক সাধারণ সম্পাদক শফিক কবীর, আইন বিযয়ক সম্পাদক শাহ আশরাফ উদ্দিন দুলাল, প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ,সাবেক দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আমিনুল হক সাদী, যুব বিযয়ক সম্পাদক মো: হুমায়ুন কবীর, শরিফা আক্তার মশগুল,আকলিমা আক্তারসহ নিসচা’র সড়কযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।