
লিভার ফাইব্রোস্ক্যান সম্বন্ধে জেনে রাখুন : ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা
ফাইব্রোস্ক্যান (Fibroscan) একটি অত্যাধুনিক যন্ত্র। এর সাহায্যে Transient Elastography নামক পুরোপুরি ব্যথামুক্ত পদ্ধতিতে লিভার স্টিফনেস বা লিভার কতখানি শক্ত হয়ে আছে, তা পরীক্ষা করা যায়। লিভার স্টিফনেসের কয়েকটি ধরন রয়েছে। ফরাসি প্রতিষ্ঠান ইকোসেন (Echosen) নির্মিত ফাইব্রোস্ক্যানের মাধ্যমে সিরোসিস-সহ সবগুলো ধাপ নির্ণয় করা যায়।
কেন করাবেন :
# লিভারে চর্বি বা ফ্যাটের পরিমাণ জানাতে
# লিভার স্টিফনেস পরিস্থিতি জানতে
# লিভারের রুটিন পরীক্ষা হিসেবে
কখন করাবেন : লিভারের নানা ধরনের দীর্ঘমেয়াদি রোগ হতে পারে, তার মধ্যে প্রধান হচ্ছে:
# ক্রনিক ভাইরাল হেপাটাইসিস
# ফ্যাটি লিভার ডিজিজ
# লিভার সিরোসিস
এ ধরনের নানা রোগে লিভার স্টিফনেস হতে পারে, যা পরবর্তী সময়ে লিভার সিরোসিসে রূপ নিতে পারে। এসব রোগের ক্ষেত্রে লিভারের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য ফাইব্রোস্ক্যান করা দরকার। চিকিৎসা শুরু করার পরও একটি নির্দিষ্ট সময়ের বিরতিতে ফাইব্রোস্ক্যান করার মাধ্যমে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। লিভারের অবস্থা জানতে সুস্থ অবস্থাতেও রুটিন পরীক্ষা হিসেবে ফাইব্রোস্ক্যান করালে ক্ষতি নেই।
কখন করাবেন না :
# গর্ভাবস্থায়
# হার্টে কোনো ইলেকট্রনিক ডিভাইস (যেমন- পেসমেকার) থাকলে
# পেটে পানি থাকলে (অ্যাসাইটিস)
প্রস্তুতি : পরীক্ষাটি করার আগে অন্তত ৪ ঘণ্টা খালি পেটে থাকতে হয়।
ফাইব্রোস্ক্যানের সুবিধা :
# সহজে পরীক্ষা করা যায়, কোনো অস্ত্রোপচার দরকার নেই
# অল্প সময়ে করা সম্ভব (৫-৮ মিনিট)
# সব বয়সী মানুষের উপযোগী (শিশু থেকে বৃদ্ধ)
# হাসপাতালে থাকার প্রয়োজন নেই
# যারা বায়োপসি করতে ভয় পান, তাদের জন্য উপযোগী
# দরকারমতো বারবার করা যায়, পার্শ্বপ্রতিক্রিয়া নেই
# ব্যথামুক্ত
লিভারের চিকিৎসার ফলোআপ হিসেবে ফাইব্রোস্ক্যান অত্যন্ত যুগোপযোগী ও নিরাপদ পদ্ধতি, ক্ষতির ঝুঁকি নেই
কোথায় করাবেন- কিশোরগঞ্জের এখন লিভারের ফাইব্রোস্ক্যান পরীক্ষা করা হয়, তবে CAP সহ করা হচ্ছে ইদানীং, MediScan Specialized Imaging Centre প্রতিদিন ই।
লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ
ডাঃ মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা,
এমবিবিএস, বিসিএস,
এমডি (হেপাটোলজী),
এম আর সি পি এস (গ্লাসগো), আর.পি.(মেডিসিন)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।