
কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার সুজন- সুশাসনের জন্য নাগরিক এর নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টর্স ইউনিটি কার্যলয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কবি মো. হারুন অর রশিদ। সভার শুরুতেই সদ্য প্রায়ত সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জাতীয় কমিটির সদস্য, বিশিষ্ট নারী অধিকারকর্মী, লেখক ও গবেষক ড. রওশন জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় সুজন-সুশানের জন্য নাগরিক কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাসের সঞ্চলনায় বক্তব্য রাখেন উক্ত কমিটির সদস্য ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, সাংবাদিক মাইনুল হক মেনু, কটিয়াদী উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুম পাঠান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান হাবিব সাধু, সাংবাদিক খায়রুল ইসলাম, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, কবি জাহাঙ্গীর হোসেন, ডাক্তার শামীম ভুঁইয়া।
এছাড়া দৈনিক বাংলাদেশর খবরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ও সমাজসেবক আসাদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১২ অক্টোবর সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়।
প্রায় ঘন্টাব্যাপী চলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক মো. হারুন অর রশিদ।