প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জের মহিনন্দে আজ ১৫ তম ঐতিহ্য সংরক্ষণ দিবস

প্রসংগত ২০১০ সালের ১১ নভেম্বর তিলে তিলে সংগ্রহ করা তিলোত্তমা তথ্যসমৃদ্ধ আমিনুল হক সাদীর সম্পাদিত মহিনন্দের ইতিকথা নামে একটি প্রকাশনা বইয়ের উৎসবের আয়োজন করে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। এতে রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রন্থের মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত হয়। সব প্রস্ততি যখন চুড়ান্ত পর্যায়ে তখন নেতৃত্বের রেষারেষিতে কলম সৈনিকদের অগ্রাহ্য করে গ্রন্থ প্রকাশের ষড়যন্ত্রের পাঁয়তারা চালায় একটি কুচক্রি মহল। শুধু তাই নয় সংগঠনের দায়িত্বশীলের শরীর থেকে রক্তও ঝরায়। কিন্তু একজন লেখক কখনো নীতিহীন সন্ত্রাসীর কাছে পরাজিত হতে পারে না। তাই সে দিন ওই সময়ে সেই আলোচিত মহিনন্দের ইতিকথা গ্রন্থটি মহিনন্দের পরিবর্তে বৌলাই সাহেববাড়িতে অনাড়ম্বর অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথির মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষে প্রতি বছর এ সংগঠনটি ঐতিহ্য সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.