
কিশোরগঞ্জ প্রতিনিধি : পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপির প্রার্থী জালাল উদ্দীনের জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীরা একসাথে নির্বাচনী কাজ করবেন বলে একাত্মতা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার হাপানিয়া এলাকার পলিগ্যান পাবলিক এন্ড স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় তাঁরা এ ঘোষণা দেন।
বর্ধিত সভায় পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম,আতিকুর রহমান মাসুদ,ভিপি কামাল উদ্দিন কামাল,আবদুস সাত্তার,মাহমুদুজ্জামান রিপন,পাকুন্দিয়া উপজেলা কৃষকদলের সভাপতি শামসুল হক মিঠু, যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন,সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, জাসাস পাকুন্দিয়া উপজেলা শাখার আহবায়ক আকরাম হোসেন কাজল,সদস্য সচিব আনিসুর রহমান বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল, ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আলম জনি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমাকে ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি দীলিপ খানকে নিয়ে একটা নিউজ করছে। এই বক্তব্য জালাল ভাইয়ের মনোনয়ন পাওয়ার আগে। তখন কৌশলগত কারণে আমরা বক্তব্য দিছি। জালাল ভাই মনোনয়ন পাওয়ার পর একদিনের জন্যও আমরা বিরোধিতা করি নাই। বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপির প্রার্থী জালাল উদ্দীন বলেন, প্রায় ১ লাখ ফেইক আইডি খুলে আমাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা শুরু করছে যে আমরা চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী। আমাদের গণসংযোগ নাই। তৃণমূলে আমাদেরকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি বলা শুরু করছে। যারা ফেইসবুক চালান তাদেরকে বলি পজিটিভ নিউজগুলো শেয়ার দেন আর নেগেটিভ নিউজগুলোতে কমেন্ট করেন। আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে থেকে কত কস্ট করে। তারা ১৬-১৭ ঘন্টা কাজ করেও দলের প্রতি ভালবাসার জন্য ওইসব নেগেটিভ নিউজগুলোতে কমেন্ট করে।
জালাল উদ্দীন বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যেতে হবে। আমাদের মনিটরিং সেল করা হবে। প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে। মনোনয়ন ঘোষণার আগে ও পরে আমি গণসংযোগ, কর্মীসভা করে যাচ্ছি। আমি পাকুন্দিয়া কটিয়াদীর প্রত্যেকটি এলাকার মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় করেছি। এ কর্মকান্ডে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি।