
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আখতারুজ্জামান ভূঁইয়া ৮২)
রবিবার(২৩ অক্টোবর)ভোর সাড়ে ৪ টায় নিজ বাড়ীতে বাধ্যর্কজনীত কারণে শেষ মৃদত্যু বরণ করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বেলা ৩ টায় উনার নিজ বাড়ি উপজেলার পুমদী ইউনিয়নের চর পুমদী গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
তিনি ১৯৯০ সালে অনুষ্ঠিত দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যু কালে তিনি চার ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো জহিরুল ইসলামসহ অঙ্গ সংগঠন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।