
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
বিশ্ব মানবতার মুক্তির সনদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের জাঁকজমকপূর্ণ ‘কুরআন সবক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের কানিকাটা বায়তুন নূর বেপারী বাড়ি জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের আওতায় সহজ কুরআন শিক্ষার তিনটি কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এ সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার হিসাব রক্ষক ও ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামীক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে ফিল্ড অফিসার ডক্টর মাও মো.কামরুল হাসান। ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, সাধারণ কেয়ারটেকার খন্দকার সাদেকুজ্জামান তালুকদার, বাংলাদেশ মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আমিনুল হক,ছাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ,বাইতুন নূর বেপারি বাড়ি জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক আলমগীর হুসাইন,বাইতুল পালাহ ভূঞা বাড়ি জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মোঃ মাসউদুর রহমান,বড় বাড়ি জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক আনোয়ার হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “সকল অনুষ্ঠানের শ্রেষ্ঠ অনুষ্ঠান কুরআন সবক অনুষ্ঠান”। বক্তাগণ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা উপ- পরিচালক মো.আবু বকর সিদ্দিক।
ইসলামীক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে ফিল্ড অফিসার ডক্টর মাও মো.কামরুল হাসান জানিয়েছেন ‘আমরা সারা জেলাতেই এভাবে জাঁকজমকের সাথে কুরআন সবক অনুষ্ঠান বাস্তবায়ন করছি। দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে আন্তরিক ভাবে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।