প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

আমিনুল হক সাদী: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের মিলনায়তনে এসডিএফ ও সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ অভিজিত শৰ্ম্মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান। জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস), মো. মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক (হেলথ ও নিউট্রিশন) মোঃ আহমেদ তাকি তাহমিদ, প্রকল্প অগ্রগতি বিষয়ে উপস্থাপনা করেন, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ শাহীনূর আক্তার,
জেলা কর্মকর্তা (কমিউনিটি ফাইন্যান্স) মো. শাহিনুর আলম, জেলা কর্মকর্তা(লাইভলীহুড)সালমা বেগম,মোঃ রুস্তম আহমেদ (যুব ও কর্মসংস্থান), ফজলে রাব্বী আইসিবিসহ ক্লাস্টার অফিসারগণ। এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন।
Copyright © 2026 Pratidin Sangbad. All rights reserved.