
কিশোরগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে চলছে হাড়কাঁপানো শীত। এই তীব্র শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের ও অসহায় মানুষ। সেইসব শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ রবিবার(২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের শাদের জঙ্গল এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জাফরাবাদ ইউনিয়ন শাখা সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলার জয়েন্ট সেক্রেটারি,
মাওলানা আল ইসলাম, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মুহা,সাইফুল ইসলাম মিছবাহ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আল ইসলাম বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের জীবন অস্থির হয়ে পড়েছে। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ—আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।” তিনি আরও জানান যে, এই ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।
কম্বল বিতরণ শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে নিয়ে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মানুষের জান-মালের নিরাপত্তা কামনা করা হয়।