
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলায় ডিসেম্বর মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (৩০ ডিসেম্বর ) সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো:কামরুল হাসান মারুফের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম , উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, কৃষি অফিসার জয়নাল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম. আহসান উল্লাহ্, প্রজিপ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ) মোবারক হোসেন,কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী, ইফার প্রতিনিধি হাফেজ মাও মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় কিশোরগঞ্জ সদরের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব সভায় সংশ্লিষ্ট সদস্যগণ, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,এনজিও প্রতিনিধি, গনমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।