
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরের শতাব্দী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) ক্যাটাগরিতে মোকাররম হোসেন শোকরানাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে জেলা পর্যায়ে চতুর্থবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। কিশোরগঞ্জের জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
মোকাররম হোসেন শোকরানা ২০১২ সালের ৫ই মে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমে উত্তরোত্তর উন্নতি ও কৃতিত্ব দেখিয়ে আসছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মোকাররম হোসেন শোকরানা পাঁচবার কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এর আগে ২০১৮ ও ২০২৩ এবং ২০২৪ সালে তিনি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।