
মোঃ ফরহাদ হোসেন চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের উরাপাড়া নামক যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাহেব আলী নামের বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪-ধারা মতে এ জরিমানা করা হয়।
আজ রবিবার ৪ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান ৷
আদালত সূত্র জানায়, চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের উরাপাড়া নামক স্থানে যমুনা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী।
এ খবর জানতে পেরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাহেব আলী (৪০) নামের বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।
চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।