আজ ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ পৌরমেয়র পারভেজের পিতা চাম্পা মিয়ার ইন্তেকাল

 

 

 

 

প্রতিদিন সংবাদ ডেস্কঃ

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের পিতা, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক শহরের শোলাকিয়া কানিকাটা এলাকার বিশিষ্টজন মো. আব্দুস সোবহান চাম্পা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, বাদ মাগরিব শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী গভীরভাবে শোকাহত।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ