আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাদ বাগান স্থাপনের কলাকৌশল ও ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

স্টাপ রিপোর্ট:
ছাদ বাগান স্থাপনের কলাকৌশল ও  ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার শোলাকিয়া হর্টিকালচার সেন্টারে আয়োজিত  দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাড়ির হর্টিকালচার উইং এর উপপরিচালক ( ফল ও ফুল) মোঃ আমিনুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা খামার বাড়ির উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহ এমরান,কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক  মোঃ আবু আদনান, শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ মোঃ আঃ সালাম, উপসহকারী উদ্যান কর্মকর্তা  মোঃ দিনারুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণের অর্থায়নে ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প।  বাস্তবায়নে ছিলেন কিশোরগঞ্জ শোলাকিয়া হর্টিকালচার সেন্টার। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক চাষি অংশ নেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ