আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ছাদ বাগান স্থাপনের কলাকৌশল ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জে ‘ছাদ বাগান স্থাপনের কলাকৌশল ও  ব্যবস্থাপনা’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৪ ডিসেম্বর  সকালে শোলাকিয়া হর্টিকালচার সেন্টারে আয়োজিত  দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি  সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ির     বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো.মেহেদি মাসুদ।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গাইটাল হটিকালচার সেন্টারের উদ্যান  তত্ত্ববিদ আরিফা জাহান তন্নী, শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ মো. আ. সালাম, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা  মো. দিনারুল ইসলাম প্রমুখ ।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং কিশোরগঞ্জ শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক চাষি অংশ নেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ