আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কিশোরগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ “মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কিশোরগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা” আয়োজন করা হয়।
বৃহস্পতিবার জেলা সদরের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার
বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খান,ভাইস চেয়ারম্যান মোঃ আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সহকারী কমিশনার
শফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের
দেশে উন্নীত করার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তৃতীয় মেয়াদে ২০১৪ সালে সরকার গঠনের পর দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দারিদ্র্য ও ক্ষুধামুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার
বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়। একই সাথে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোট দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। কর্মশালায় তথ্যচিত্রের মাধ্যমে ১০টি গোলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ৫টি গ্রুপে বিভক্ত হয়ে ১০টি উদ্যোগের সম্ভাবনা ও সমস্যা নিয়েও অংশগ্রহণকারীগণ মতামত তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকগণ
অংশ নেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ