আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র সুবর্ণ জয়ন্তী পালিত

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মেনে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইডিবি)র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার ৮ নভেম্বর সকাল ১১টায় শহরের জেলা পরিষদ সুপার মার্কেট কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. নূরে আলম, আইডিইবি’র কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী কামাল আহমেদ, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা, রায়হান মিঞা, সৈয়দ মাহফুজার রহমান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আইডিইবি’র সুরর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী ৫০ হাজার গাছের চারা রোপণ, ৫০টি হতদরিদ্র পরিবারকে পুনর্বাসন, মাস্ক বিতরণ ও শতাধিক সেমিনার/সিম্পোজিয়ামের আয়োজন করা হবে বলে জানানো হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ