আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

 

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২১ মার্চ সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার উত্তর চানপুর গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী প্রজ্ঞা মোস্তফাকে (২৯) গলা কেটে হত্যা করেন স্বামী দেলোয়ার হোসেন (৩৮)। ওই দিন বিকেলে নিহতের বাবা আহসান মোস্তফা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে। কিছুদিন হাজতবাসের পর জামিনে বের হয়ে পালিয়ে যান তিনি। বর্তমানে দেলোয়ার হোসেন হাজতে।বর্তমানে দেলোয়ার হোসেন হাজতে।বর্তমানে দেলোয়ার হোসেন হাজতে আছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মোস্তফার মেয়ে প্রজ্ঞা মোস্তফার বিয়ে হয় করিমগঞ্জ উপজেলার উত্তর চানপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের মেয়ের বয়স ছিল তিন মাস।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম. এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ