আজ ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র মেম্বারদের মাঝে P4D প্রকল্পের উপহার সামগ্রী বিতরণ

এম এ আকবর খন্দকারঃ- গত ১৮ জানুয়ারী বুধবার বিকেলে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম DPF কিশোরগঞ্জ’র মেম্বারদের মাঝে বৃটিশ কাউন্সিল প্লাটফর্মস ডায়ালগ P4D প্রকল্পের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা স্কাউট ভবনে উপহার সামগ্রী বিতরণে উপস্হিত ছিলেন DPF সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সেক্ট্রেটারি মীর আশরাফ উদ্দিন, মেম্বার এম এ আকবর খন্দকার, লিমা আক্তার, এজ্জাজ হোসেন কাজল, খুজিস্হা বেগম জোনাকী, জাহাঙ্গীর ফকির, জেমীমা আক্তার, এমদাদ উদ্দিন সবুজ, রবিউল্লা, ফারজানা আক্তার রিতু, বাহার উদ্দিন ও শারমিন আক্তার। সংগঠনের সভাপতি ও সেক্ট্রেটারি উপস্হিত মেম্বাদের মাঝে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এসব সামগ্রীর মাঝে ছিল ১টি জার্নি ব্যাগ, ১টি ডেস্ক ক্যালেন্ডার, ৪টি ন্যাশানাল থিমেটিক ফোরাম প্রোফাইল বুক ও ৫টি হ্যান্ডআউট (স্হানীয় সরকার প্রতিষ্টানের সুশাসন সংহতকরণ বিষয়ক প্রশিক্ষণ)।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ