আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দাফন সম্পন্ন

ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ যোহর শোলাকিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ক্বারী আব্দুস সালাম গোলাপ স্ট্রোক করার পর কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ক্বারী আব্দুস সালাম গোলাপ দীর্ঘদিন ধরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ