আজ ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক শাহ মুহাম্মদ মোশাহিদ’র মাতৃবিয়োগ 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:দৈনিক নয়া দিগন্তের সাবেক সাব এডিটর শিশু সাহিত্যিক ও সাংবাদিক শাহ মুহাম্মদ মোশাহিদ-এর মা হোসনেয়ারা আক্তার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

গতকাল বুধবার ভোর ৪টায় কিশোরগঞ্জ শহরের কোর্ট শোলাকিয়া এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর স্থানীয় বাইতুল হেরা জামে মসজিদের পাশে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ছড়াকার লুৎফর রহমান রিটন, বাংলা একাডেমির পরিচালক রহিমা আক্তার কল্পনা, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, অ্যাডর্ন পাবলিকেশন্সের প্রকাশক সৈয়দ জাকির হোসেন, কবি হাসান আলিম, ছড়াকার জগলুল হায়দার, গল্পকার ফাতেমা আবেদীন নাজলা,
কবি ফকির ইলিয়াস, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, কবি ওমর বিশ্বাসসহ সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়াও শোক জানিয়েছেন কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আদনান, কিশোরগঞ্জ নিউজের প্রধান আশরাফুল ইসলামসহ জেলার সংবাদকর্মীরা।

রাজনীতিবিদদের মধ্যে শোক জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী প্রমূখ।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ