আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ১২আগষ্ট “সিরাজগঞ্জ খবর” অনলাইন নিউজ পোর্টাল, চৌহালী উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যে চৌহালী উপজেলা পরিষদের ভুয়া প্রকল্পের নামে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন প্রকল্পের নামে যে প্রকল্প দেখানো হয়েছে তা বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজগুলো চলমান রয়েছে। এখানে টাকা আত্মসাৎ এর কোন সুযোগ নেই।
আমার জনপ্রিয়তা ও সামাজিক অবস্থান দেখে ঈর্ষান্বিত হয়ে একটি প্রতিক্রিয়াশীল কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি ওই মিথ্যা , বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিবেদন,
মোঃ ফারুক হোসেন সরকার
চেয়ারম্যান উপজেলা পরিষদ ও
সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ
চৌহালী, সিরাজগঞ্জ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ