আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

যাকাত সংগ্রহে বাংলাদেশের ৫ম স্থানে ইফার উপপরিচালক ফারুক আহাম্মদকে সম্মাননা

স্টাফ রিপোর্ট :সিরাজগঞ্জ জেলা যাকাত সংগ্রহে বাংলাদেশের ৫ম স্থান অধিকার করায় উপপরিচালক ফারুক আহাম্মদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জানা গেছে সিরাজগঞ্জ জেলা গত ২০২২-২০২৩  অর্থবছরে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাকাত সংগ্রহ করে বাংলাদেশের ৫ম স্থান অধিকার করায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আহাম্মদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সরকারি যাকাত বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রাম পদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলম। প্রসংগত উপপরিচালক ফারুক আহাম্মদ এর আগে কিশোরগঞ্জ জেলার ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। করোনাকালে লাশ দাফন কাফন কাজেসহ সকল বিষয়ে দক্ষতার প্রমান দিয়ে জেলায় সুনাম কুড়িয়েছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ