আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

 

কিশোরগঞ্জের ভৈরবে ৪৮ বোতল বিদেশি মদ ও ১০ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান (২০),মো. জহির মিয়া (২৮),মো. বাদল মিয়া (২৮) এই তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে ভৈরবপুর নাটাল মোড় ফেরিঘাট রোডের সামনে ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃতরা হলেন-গাজীপুর জেলার শ্রীপুরের মো. রোছমত আলীর ছেলে হাবিবুর রহমান,হবিগঞ্জ জেলার মাধবপুরের বদুলিয়া এলাকার মৃত অলি মিয়ার ছেলে মো. জহির মিয়া ও সুনামগঞ্জ সদরের পৃর্ব সাহেব নগর এলাকা মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মো.বাদল মিয়া।

এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ