আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে আওয়ামী লীগ নেতা এরশাদ উদ্দিনের উন্নয়ন শোভাযাত্রা

প্রতিদিন সংবাদ ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো: এরশাদ উদ্দিন।

তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী।

সম্প্রতি তাকে আওয়ামী লীগের এই পদ দেওয়ায় করিমগঞ্জ তাড়াইলবাসীর ব্যানারে তার অনুসারীরা গতকাল একটি সংবর্ধনার আয়োজন করেন। পরে এটিকে উন্নয়ন শোভাযাত্রায় রূপ দেন এরশাদ উদ্দিন।
শনিবার দুপুরে সতাল এলাকার জেলা পরিষদের সামনে থেকে সাত শতাধিক মোটরসাইকেল, ট্রাক ও বিভিন্ন গাড়ি নিয়ে এই শোভাযাত্রা শুরু করেন তিনি। শুভযাত্রাটি করিমগঞ্জ সড়ক ধরে নিয়ামতপুর বাজার পার হয়ে চামড়াঘাট এলাকা প্রদক্ষিণ করে পরে আবার নিয়ামতপুরের কাছে বালিখোলা গোল চত্বরে সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রায় ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এরশাদ উদ্দিন।
শোভাযাত্রায় নেতা-কর্মীরা সরকারের উন্নয়নচিত্র ধারণ করা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

শুভযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান এরশাদ।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ