আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তুহিনের

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি লরি চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ৷
রবিবার, ৭ জুলাই সকাল ১১ টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে ৷ নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তার খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকুরী করতেন। এদিন সকালে শিশু তুহিন মায়ের সাথে তার খালার সাথে দেখা করতে আসে ৷ ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী ইটবাহী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ