আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের পুরানথানা মোড়কে ‘স্বাধীনতা চত্বর’ ঘোষণা

কিশোরগঞ্জ শহরের পুরানথানা মোড়কে ‘স্বাধীনতা চত্বর’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে পিভিসি প্রিন্ট করে ‘স্বাধীনতা চত্বর’ শিরোনামে ফলক উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে চব্বিশের বিপ্লবের অন্যতম স্থানীয় সংগঠক সায়েদ সুমনের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
কোটাবিরোধী আন্দোলন এখান থেকেই দানা বেঁধে উঠেছিল বলে জানান আন্দোলনের অন্যতম সংগঠন মুদ্দাছির। তিনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ বিক্ষোভ, গণ জমায়েত ও সমাবেশ এখানেই সংঘটিত হয়েছে। এ কারণেই দ্বিতীয় স্বাধীনতার স্মৃতি হিসেবে এই নাম রাখা হয়েছে।

সংগঠক সায়েদ সুমন বলেন, ‘পুরানথানায় প্রায় প্রতিদিনই তুমুল আন্দোলন সংঘটিত হয়েছিল। এখান থেকে আমরা যেমন বিপ্লবী হয়ে ছড়িয়ে পড়তে পেরেছি, তেমনি এখানে আমাদের বহু শিক্ষার্থী স্বৈরাচারী আওয়ামী শাসনের পেটোয়া বাহিনীর আক্রমণে আহতও হয়েছেন। তারপরও আমরা মাঠ ছাড়িনি। আজ আমাদের বিজয় এসেছে, আমরা স্বাধীন। তাই এই জায়গাটাকে সবসময়ের জন্য মনে রাখতে চাই।
নামফলক স্থাপনের সময় চব্বিশের বিপ্লবের অন্যতম সমন্বয়ক এনামুল, নুসরাত, জয়া, রাবেয়া, আমেনা, ইতি, খাদিজা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ