আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) এক নারীর মৃত্যু হয়েছে।
 রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা ওই এলাকার মো. মনির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রান্নাঘরে রান্না করতে যান রুবিনা। এসময় বৈদ্যুতিক হিটার মেশিনে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ