-
- কিশোরগঞ্জ
- কিশোরগঞ্জে পবিত্র ঈদ উল আযহার ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত
- Update Time : জুন, ১৪, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
- 73 View

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পবিত্র ঈদ উল আযহার ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা চালু ছিলো। কিশোরগঞ্জ জেলায় গত ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদ উল আযহার বন্ধের মধ্যেও মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৩৪ জন গর্ভবতী মাকে নিরাপদ প্রসব সেবা দেয়া হয়েছে।এছাড়াও গর্ভকালীন সেবা প্রসবোত্তর সেবা, কিশোর কিশোরীদের সেবা সহ অন্যান্য সকল সেবা নিয়মিত প্রদান করা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে কিশোরগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্র — ১০টি, করিমগঞ্জ উপজেলায় ১, তাড়াইলে- ১, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে – ৫ টি,মুমুরদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে – ৭ টি, ভৈরবের শিবপুরে ৪টি, পাকুন্দিয়ার নারান্দিতে ১টি, নিকলী -২টি,বাজিতপুর – ২টি, হোসেনপুরের সিদলায় ১টিসহ মোট নরমাল ডেলিভারী হয়েছে ৩৪টি।
একজন নবজাতকের মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমাদের জানা ছিলো না যে সেবা কেন্দ্র ছুটির দিনেও চালু রয়েছে। সেবা কেন্দ্রে এসে দেখি অবাক বিষয়, ঈদের ছুটিতে সেবা পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
কিশোরগঞ্জ সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: মো: সাইদুল হাসান জানান,পবিত্র ঈদ উল আযহার ছুটি চলাকালীন সময়ে উপপরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক সদর সহ জেলার সকল সেবা কেন্দ্রে
নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, গর্ভকালীন চেক-আপ ও গর্ভ-পরবর্তী চেক-আপ এর সকল প্রস্তুতি ছিলো।
কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় সকল সেবা কেন্দ্রে সেবা দান অব্যাহত রাখি। প্রান্তিক জনগোষ্ঠীর প্রসব সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপের ফলে ঈদের ছুটি কালীন সময়ে ৩৪ জন গর্ভবতী মা কে, আমাদের সেবাকেন্দ্রে নিরাপদ প্রসব সেবা দেয়া হয়েছে।এছাড়াও গর্ভকালীন সেবা প্রসবোত্তর সেবা, কিশোর কিশোরীদের সেবা সহ অন্যান্য সকল সেবা নিয়মিত প্রদান করা হয়েছে।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ