
কিশোরগঞ্জ প্রতিনিধি: “নদী ও জলাধার: আমাদের প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের আধার”— এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি(বেলা)সহ এরকম পরিবেশ বাদী ৪০ টির মত সম্মিলিত সংগঠন দিবসটি উপলক্ষে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন পরম চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন। এর আগে নরসুন্দা নদের উৎস মুখ হোসেনপুর কাউনা সুইস গ্রেট এলাকায় সমাবেশ করেন। পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সাথে তাঁর কার্যালয়ে নরসুন্দা নদের অবৈধ দখলদারদের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব সংগঠনের উদ্যোগে , নদী পরিদর্শন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির,সহ- সভাপতি আলীম দাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, বিশ্ব নদী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব শাহ ইসরাত আজমেরী, বাপা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, সহ -সভাপতি আব্দুল কাদির হিরু, আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা নরসুন্দা নদীর উপর অবৈধ স্থাপনা, অপরিকল্পিত সেতু নির্মাণ এবং দখল-দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবী রাখেন। নদী রক্ষায় অবিলম্বে এলজিইডি কর্তৃক নির্মিত অপরিকল্পিত সেতু বন্ধ ও অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং নদী সংস্কারের দাবি জানান তারা।
এছাড়া কটন মিলের কুইসপাস গেইট অপসারণ ও নরসুন্দা নদীর প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পরিবেশবিদগণ মনে করেন, নদী টিকলে পরিবেশ বাঁচবে, আর নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। কিশোরগঞ্জের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য অটুট রাখতে নরসুন্দাকে বাঁচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে বারসিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশ কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।