
কিশোরগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪অক্টোবর) সন্ধ্যায় প্রবীণ হিতৈষী সংঘ( শহর সমবায় সমিতি লি:) দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান এর সঞ্চালনায় ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় নিসচা জেলা শাখার সহ সভাপতি আবদুল হালিম তালুকদার, প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, যুব বিয়ষক সম্পাদক হুমায়ুন কবীর, কার্যকরী সদস্য শামীমা বেগম রিমা,শরিফা আক্তার মশগুল,গোবিন্দ কর্মকার,মো. রোবেল মিয়া, হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় নিসচা সভাপতি বলেন, ইলিয়াস কাঞ্চন
আমাদের কিশোরগঞ্জের গর্বই নন, তিনি চলচ্চিত্রের একজন জনপ্রিয় খ্যাতিমান শিল্পী, তিনি সড়ক নিরাপত্তা আন্দোলনের প্রাণপুরুষ। তাঁর দীর্ঘদিনের আন্দোলনের সাফল্য আজ জাতীয় ভাবে দিবসটি সরকার পালন করছে। সেই সাথে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচা’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক সাদী।