
কিশোরগঞ্জ প্রতিনিধি : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. মোবারক হোসেন সুমনের সভাপতিত্বে ও বিন্নাটী আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, পশিক্ষণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান,সহসভাপতি আবদুল হালিম তালুকদার, সার্জেন্ট এনামুল হাসান,
সদর উপজেলার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
এ সময় নিসচা’র প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম , যুব বিযয়ক সম্পাদক মো: হুমায়ুন কবীর ,আকলিমা আক্তারসহ নিসচা’র জেলা উপজেলার সড়কযোদ্ধাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনা করেন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আগামী দিনে বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় চালকদের প্রশিক্ষণ ও তাদের মাঝে সচেতনতা ফিরিয়ে আনার জন্য সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।