
এড. ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে পরিবারের বক্তব্য
# আমি সাবেক সংসদ সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আমৃত্যু সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশান, আমৃত্যু চেয়ারম্যান বাংলাদেশ চীন মৈত্রী সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রথম আহবায়ক এবং আমৃত্যু জেলা বিএনপির সভাপতি, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধ সংগঠক ডা: ফজলুল করিমের সন্তানদের পক্ষে এই প্রেস রিলিজের মাধ্যমে স্পষ্টভাবে জানাচ্ছি যে, আমাদের বৈমাত্রেয় ছোটভাই অ্যাডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন অতি সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। তার এই যোগদান একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এরসাথে আমাদের পরিবারের কোন সম্পর্ক নেই এবং আমরা এই দল পরিবর্তনকে সমর্থন করছিনা।
আমরা আমার বাবার আদর্শ এবং দেশপ্রেমকে ধারণ এবং লালন করি। আমার পিতা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের একজন অগ্রগণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
ডা: ফজলুল করিম একজন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে কিশোরগঞ্জে অত্যন্ত সম্মানিত ছিলেন। আজীবন সততার ধারক ডা: ফজলুল করিম ছিলেন একজন পরিচ্ছন্ন মানুষ হিসাবে দলমত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধেয়। তাঁর সারা জীবনের অর্জিত সম্মান এবং পারিবারিক সম্ভ্রম তিনি আমৃত্যু রক্ষা করেছেন আমরাও তাঁর সন্তান হিসাবে সেই আদর্শকেই ধারণ এবং লালন করে যাব ইনশাআল্লাহ।
পরিবারের পক্ষ থেকেস্থ পতি আবু আহমেদ মোবাস্বারুল করিম