
আমিনুল হক সাদী: জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, কিশোরগঞ্জ অনেক বড় একটি জেলা। এই জেলায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে অনেক মায়ায় জড়িয়ে পড়েছিলাম। এই জেলার তেরটি উপজেলায় অনেক তরুণ তরুণী, যুব সংগঠক ও উদোক্তা রয়েছেন যারা খুবই কর্ম আগ্রহী, তাদের অনেকের কাজ আমি দেখেছি। অনেকের দেখতে পারি নাই। তারা খুবই ভালো কাজ করছে,তাদেরকে যদি যার যার জায়গা থেকে সুযোগ করে দিতে পারি তাহলে তারা আরও এগিয়ে যাবে। তরুণ তরুণীদের জন্য আলোবর্তিকা হবে। এই তরুণী প্রশিক্ষণার্থীদের সন্তানদের জন্য এই শিশু দিবাযত্ন সেন্টারটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমি ডিসি অফিসেও এই দিবাযত্ন সেন্টার করে দিয়েছি। আমরা চাই তরুণ তরুণীরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমরা সবাই সরকারি বেসরকারি চাকরি করবো না আমরা একজন উদোক্তা হবো বলে তরুণ তরুণীদেরকে উৎসাহিত করেছেন।
তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে যুব উদোক্তা যুব সংগঠক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার জেলা সদরের মোল্লা পাড়ায় যুব ভবনের প্রশিক্ষণ হল রুমে সেভ দ্যা চিলড্রেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর সেক্টর ডিরেক্টর তানিয়া শারমীন, জেলা প্রশাসক কার্যা লয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সূফি সাজ্জাদ আল ফোজায়েল,সিপিডির গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জম,সেভ দ্যা চিলড্রেন এর নিশাত আফরোজ । সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত রিমা আক্তার,কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী, উদোক্তা মাসুমা আমেনা আক্তার,রাহেল শিকদার,প্রশিক্ষণার্থী দ্বীন ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসক আত্নকর্মী থেকে উদোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন। এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের যুব নারীদের প্রশিক্ষণের আবাসিক বাস ভবনে চাইল্ড কেয়ার সেন্টার উদ্বোধন করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম,যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স কোর্ডিনেটর মো রুকন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আতহার আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক দায়িত্বরত উপপরিচালক জেড এ শাহাদাৎ হোসেন, সেভ দ্যা চিলড্রেন এর দায়িত্বশীলগন,যুব সংগঠক,উদোক্তা,আত্নকর্মীগণ,বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।