
কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ সদর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৫ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ -ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেসে মহিনন্দ কলাপাড়া ফকিরবাড়ী সংলগ্ন এলাকায় সামনে এ ঘটনা ঘটে বলে জানান রেলওয়ে পুলিশ।।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ভারসাম্যহীন যুবক বিকাল সারে তিনটার দিকে হেঁটে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল,এমন সময় ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
যুবকের মৃতদেহটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।