
স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্টিত হয়েছে। মংগলবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে ও এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এডাব সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মু. বাবুল আক্তার, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, উইডু’র সমন্বয়কারী খায়রুল ইসলাম, ব্র্যাস’র নির্বাহী পরিচালক সুমিত সাহা,আপোর নির্বাহী পরিচালক ইমদাদ উদ্দিন সবুজ প্রমুখ।
কিশোরগঞ্জ জেলার সভাপতি মোঃ ইবাদুর রহমান বাদলের স্বাগত বক্তব্যের পর বিগত সাধারণ সভার রেজুলেশন, বার্ষিক ও আর্থিক প্রতিবেদন, চলতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের বিষয় উপস্থাপন করেন এডাব সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মু. বাবুল আখতার।
সভায় বিগত দিনে জেলা পর্যায়ে এডাব’র সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, দিবস উদযাপন, সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালাসহ জনহিতৈষী কর্মপরিকল্পনা বাস্তবায়নের চিত্র তোলে ধরে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন এডাব সম্পাদক মিজানুর রহমান রিপন। পরে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে সভায় এডাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেকশানের মাধ্যমে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে মোঃ ইবাদুর রহমান বাদল, সহসভাপতি কৃষ্ণ চন্দ্র দাস,সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর ফকির নির্বাচিত হিয়েছেন। সিনিয়র নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো: তারিকুল আলম, রুবিনা আক্তার রুবি, সাকী আক্তার, মো: কামরুজ্জামান।
এ সময় এডাবের সদস্যগণ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।