আজ ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল ফাহিমের

 

আসলাম উদ্দিন আহম্মেদ ঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৭)মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কে সি রোড় রামদাস ধনিরাম যুগীপাড়া এলাকায়।নিহত শিশু তবকপুর মন্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটি মা ও বোনের সাথে বোরোধান নিড়ানি কাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ট্রাকটি সড়কের পাশ ঘেঁষে যাওয়ার সময় শিশুটিকে চাপা দিলে, চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে শিশুটির মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ট্রাকসহ চালক রোকন আলী(২২)কে আটক করা হয়েছে।শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ