
কুমিল্লা কবি পরিষদের সম্মাননা লাভ করেছেন সুলেখা আক্তার শান্তা
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মিলনায়তনে কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতিজনদের সম্মাননা প্রদান করা হয়। সুলেখা আক্তার শান্তার উপন্যাস ‘জীবনের দিনরাত্রি’ -এর জন্য ‘সিইউকেপি গ্রন্থ সম্মাননা ২০২৫’ লাভ করেছেন। সম্মাননা প্রদানের জন্য লেখিকা সুলেখা আক্তার শান্তা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্মাননা প্রাপ্তি তাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে বলে জানান। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
কুমিল্লা কবি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা ২০২৫ উৎসবমুখর অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা প্রাকৃতজ শামিমরুমি টিটন, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার সহ আরো অনেকে।