
কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সাবেক এমপি মাসুদ হিলালীর উদ্যোগে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ ই জানুয়ারী) এ দোয়া মিলাদে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী। কিশোরগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মিয়া,জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সুজন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমনসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আঃ হামিদ। বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করেন সে জন্য দোয়া করা হয়।