আজ ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভাসমান সবজি উৎপাদনে কৃষক কৃষাণী প্রশিক্ষণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভাসমান সবজি ও মসলা গবেষণা স¤প্রসারণ জনপ্রিয়করণ (ডিএই অংশ) প্রকল্পের আওতায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী সদর উপজেলার কৃষি বিভাগের হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আ.সালাম, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিত সংরক্ষণ) আবুল হাশেম প্রমুখ। সদর উপজেলা কৃষি স¤প্রসারণ বিভাগের আয়োজনে ভাসমান সবজি ও মসলা গবেষণা স¤প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউয়িনের ৬০ জন কৃষক ও কৃষাণীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ