আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ৬৪৪ তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

ভোরের আলো সাহিত্য আসরের ৬৪৪ তম সভা শুক্রবার সকালে তালুকদার ফার্মা এন্ড সার্জিকেল কেয়ারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন।
সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম, অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সহসভাপতি ডা. এম এ হালিম তালুকদার, সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মোবারক হোসেন খান, সহকারী প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, শিল্পী মাজাহারুল ইসলাম, শিক্ষক শিল্পী আবুল কালাম, আবাসন কনসালটিং এন্ড কনস্ট্রাকশন এর সত্ত্বাধিকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পী মো. জসীম উদ্দীন, কবি সানজিতা ঊষা, তানিয়া আক্তার, কবি সুবর্ণা দেব নাথ, শিল্পী রাখাল চন্দ্র দাস, শাহীন মিয়া ও কবি জুয়েল মাহমুদ সুজন প্রমূখ।
সভায় উপস্থিত কবি সাহিত্যিকগণ স্বরচিত লিখা পাঠ করেন এবং শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Comments are closed.

     এই ক্যাটাগরিতে আরো সংবাদ